তৃনমূল কংগ্রেস আজ সকালে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করলেও ফের তা হাতছাড়া হল কলকাতা হাইকোর্টের রায়ে। বিচারপতি অরিন্দম সিনহা আজ নির্দেশ দিয়েছেন, তৃনমূলের ৩ কাউন্সিলরের ডাকা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি খারিজ। চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে ৩ কাউন্সিলরের ডাকা ভোটাভুটির প্রস্তাবের জন্য দেওয়া বিজ্ঞপ্তি খারিজ। ফলে হাইকোর্টে এদিন জোর ধাক্কা খেল তৃনমূল। তবে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃনমূল।
ভাটপাড়া পুরসভা পুনর্দখল করলেও ফের তা হাতছাড়া তৃনমূল কংগ্রেসর
বৃহস্পতিবার,০২/০১/২০২০
858