সিএএ নিয়ে রাজ্যের হিংসা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের রাজ্যপাল। জগদীপ ধনকর বলেন রাজ্যে ট্রেনের কামরা পুড়িয়ে রাজ্যকে অশান্ত করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পত্তি পুড়িয়ে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করা হয়েছে। ব্যাক্তিগত সম্পত্তি নষ্ট হয়েছে সম্প্রতি এই হিংসায়। যা কখনই হওয়া উচিত ছিল না বলে মনে করেন রাজ্যের রাজ্যপাল জগদিপ ধনকার। বছরের শেষ দিকটা আমি হিংসা দেখেছি। তবে নতুন বছরে রাজ্য শান্ত থাকবে বলে আশাপ্রকাশ করেন জদগীপ ধনকর। পাশাপশি রাজ্যে গনতন্ত্র রক্ষা করতে রাজ্য সরকারের সঙ্গে সবার আলোচনা চালানো উচিত বলেও জানান তিনি। সবসমস্যার সমাধান আলোচনার ভিত্তিতে হয়। রাজ্যের সব সমস্যাই আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে সোমবার আইসিসিআর-এ একটি সেচ্ছাসেবি সংস্থার অনুষ্ঠানে যোগদান করে একথা জানান রাজ্যের রাজ্যপাল।
https://youtu.be/_EHHoumbErI
তবে ২০১৯ তার কাছে ভালো বলে এদিন জানান জগদীপ ধনকর। তিনি বলেন এবছর আমি এরাজ্যের রাজ্যপাল হয়েছি। ভগবান কৃপা নাকরলে এমন সাংস্কৃতিক পূর্ন রাজ্যের রাজ্যপাল হওয়া যায়না বলেও সাংবাদিকদের জানান জগদীপ ধনকর।