সিএএ নিয়ে কেন্দ্রীয় নেতারা রাজ্যে টানা প্রচারে আসবে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নেতাদের আশা শুরু হয়েছে। আমরাও সংশোধিত নাগরিকত্ব বিলের সমর্থনে প্রচার শুরু করেছি। তবে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজ্যে প্রচার শুরু হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। সারাদেশে সিএএ আইন নিয়ে বিজেপি নেতারা তিনকোটি মানুষের কাছে যাবেন। সোমবার আইসিসিআর- এ দলের বৈঠকে যোগদান করে এইকথা বলেন দিলীপ ঘোষ। তবে পশ্চিমবঙ্গকে তার মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে সিএএ আইন নিয়ে বিজেপি এককোটি মানুষের কাছে যাবে বলে জানান তিনি।
https://youtu.be/qm1Ce707RZE
পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীতা করে মমতার পুরুলিয়ার মিছিলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন উনি পথেই থাকবে। তাছাড়া ওনার আর কিছু করার নেই। মানুষ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বিরক্ত। তাই বাধ্যহয়ে ওনাকে জনমত গঠন করতে রাস্তায় নামতে হচ্ছে বলে জানান দিলীপ ঘোষ।