নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে পুরুলিয়ায় মহা মিছিল সংঘটিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের এনআরসি লাগু করার প্রয়াসের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ঘিরে আজ পুরুলিয়া ছিল তেরঙা পতাকায় মোড়া। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন। বিজেপির এই অপচেষ্টা বাংলার মানুষ প্রতিহত করবে। আমরা সবাই নাগরিক বলে স্লোগান তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, বিজেপি মানুষে মানুষে বিভাজন তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতেই হবে। বিজেপি সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মিছিলে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল। মুখ্যমন্ত্রী বলেন এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটা জনগণের কর্মসূচি। শুধু কলকাতা বা পুরুলিয়া নয়, সমস্ত জেলাতেই তিনি এনআরসির বিরুদ্ধে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান।
উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া আসনটি তৃণমূলের হাতছাড়া হয়। শুধু পুরুলিয়া নয়, জঙ্গলমহলের সবকটি লোকসভা কেন্দ্রে পরাস্ত হতে হয়েছিল তৃণমূল প্রার্থীদের। বিজেপি বড় সাফল্য লাভ করেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির প্রতিবাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত জেলাতেই পথে নেবে মানুষের জনসমর্থন ফিরে পাওয়ার আপ্রাণ প্রয়াস শুরু করেছেন। পুরুলিয়ার কর্মসূচিতে যেভাবে জনজোয়ার দেখা যায় তাতে করে উচ্ছ্বসিত তৃণমূল শিবির।