ভাটপাড়া প্রমাণ করলো গুন্ডামি করে মানুষকে আটকানো যায় না। আমাদের কাউন্সিলরদের উপর গুন্ডামি হয়েছিল। অর্জুন সিং অত্যাচার করেছিল। বাইরে থেকে দুষ্কৃতীদের জড়ো করেছিল। ভাটপাড়ায় বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করেছিল। উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভা পুনর্দখল এর পর এই ভাষাতেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের পরবর্তীতে সেইসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ছিল না, তখন নির্বাচন কমিশনের আওতাধীন ছিল প্রশাসন।
আর এই সুযোগে অর্জুন বাহিনী লাগামছাড়া অত্যাচার চালিয়েছে। যখন আবার রাজ্য সরকারের আন্ডারে প্রশাসন এল তখন প্রশাসনিক তৎপরতায় এবং পুলিশ সুপারের দক্ষতাই ভাটপাড়ায় শান্তি ফিরে এলো। মানুষ মাথা তুলে দাঁড়াতে পেরেছে, এখন আর গুন্ডাকে ভয় করে না। তাই কনফিডেন্স ফিরে এসেছে আর বিজেপির বিরুদ্ধে নো-কনফিডেন্স নিয়ে এসেছে।
https://youtu.be/7fC1hp1QMC8
ভাটপাড়া পুরসভার বিজেপি কাউন্সিলরদের কলকাতা হাইকোর্টে যাওয়া নিয়ে এদিন ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, ব্যাকডোর দিয়ে গিয়ে কোন লাভ নেই।