পশ্চিম মেদিনীপুর :- সংখ্যালঘুদের উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার প্রসারে একটি কমিউনিটি হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার । সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা প্রসার দপ্তরের আর্থিক সহযোগিতায় নারায়ণগড় পঞ্চায়েত সমিতির অধীন কসবা আসন্দাতে এই ভবনটি নির্মিত হবে । এই ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য সূর্যকান্ত অট্ট ।এছাড়া ওই এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং সহ অন্যান্যরা ।এই ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আগে প্রায় শতাধিক বাইক নিয়ে একটি মিছিল করা হয় এলাকা জুড়ে ।
https://youtu.be/Bg4czyfPyE4