পিকনিক করতে এসে শনিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল তিন যুবক, কেঠিয়া খালে উদ্ধার দেহ


রবিবার,২৯/১২/২০১৯
1598

পশ্চিম মেদিনীপুর :- পিকনিক করতে এসে শনিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল তিন যুবক। জাড়া এলাকার কাতারডাঙা গ্রাম লাগোয়া কেঠিয়া খালে এই ঘটনা ঘটে। জানাগেছে, চন্দ্রকোনার কাতারডাঙ্গা গ্রাম লাগোয়া কেঠিয়া খালের ধারে পিকনিক করতে আসেন আট যুবক। বিকেলের পর হঠাৎই নিখোঁজ হয়ে যায় অর্ক রায়, শোভন কান্তি রায়, শুভজিৎ মঙ্গল নামে তিন যুবক।নিখোঁজ তিন যুবকের বাড়ি এক কিলোমিটারের মধ্যে জাড়া গ্রামে। শনিবার খোঁজাখুঁজির পর কেঠিয়া খালের কাতারডাঙা থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকদের পোশাক।

https://youtu.be/5TFpn8Z01Ic

গ্রামবাসীরা খালের জলে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও মেলেনি তাদের কোনো হদিশ। আজ রবিবার বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম সকাল থেকে কেঠিয়া খালে উদ্ধার কাজে নামে। কয়েকঘন্টা খোঁজার পর তিন নিখোঁজ যুবকের দেহ কাতারডাঙা থেকে উদ্ধার করে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠায় চন্দ্রকোনা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট