মমতার ঝাড়খন্ড সফরকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ


রবিবার,২৯/১২/২০১৯
1563

মমতার ঝাড়খন্ড সফরকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যার শপথেই যান তার সরকার এক বছরের বেশি যায় না। অতীতে আপনারা দেখেছেন কর্নাটকের অবস্থা। কর্নাটকের সরকার একবছর যেতেই তাতে ভাঙন ধরে। পরে সেখানে বিজেপির নেতৃত্বে রাজ্য সরকার গঠন হয়। ঝাড়খন্ডেও শেষপর্যন্ত তা মিলে না যায়। তবে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী একথা বুঝলেন না। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বধব ঠাকরে হয়তো বুঝেছিলেন। তাই এরাজ্যের মুখ্যমন্ত্রীকে মনদিয়ে তার শপথ গ্রহনে ডাকেন নি।

https://youtu.be/S3Ujmm3pJSI

রবিবার আলিপুর নাশনাল লাইব্রেরিতে দলের শিক্ষক সংগঠনের সম্মেলনে যোগদান করে এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি এদিন অভিযোগ করেন রাজ্যের শাসক দলের আমলে শিক্ষাব্যাবস্থা সম্পূর্ন ভেঙে পরেছে। তাই এরাজ্যে বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল প্রতিনিয়ত বৃদ্ধিপাচ্ছে বলে জানান দিলীপ ঘোষ। তার অভিযোগ রাজ্যেের শিক্ষক নিয়োগে দূর্নিতী হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলিতে যার যে পদে বসা উচিত তারা সেইপদ পাচ্ছেন না। এরফলে শিক্ষার মান নামছে। বাংলার বর্তমান শিক্ষা ব্যাবস্থা মানুষের কাছে তুলে ধরার জন্য এদিন দলের শিক্ষকদের কাছে আহ্বয়ান জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট