আলোর মাঝে অন্ধকারে উত্তরণের প্রয়াস


বৃহস্পতিবার,২৬/১২/২০১৯
613

পার্কস্ট্রিট থেকে হেস্টিংস মোড় – দূরত্ব খুব বেশি নয়। কিন্তু ছবিটা সম্পূর্ণ ভিন্নধর্মী। যখন আলোঝলমলে পার্কস্ট্রিটের রাস্তায় উৎসবের ফোয়ারা তখন দিনের আলোতেও যেন অন্ধকার। হেস্টিংসের ব্রিজের নিচে বসবাসকারী শতছিন্ন পোশাকের ওই মুখ গুলো যেন হাত পেতে খুঁজে চলেছে পার্কস্ট্রিটের সামান্য আলো। সাধারণ এক গৃহবধূ জ্যোৎস্না দত্ত ক্রিসমাসের সকালে ওই মানুষগুলোর মধ্যে একটুখানি আলো পৌঁছে দিতে হাজির হয়ে গিয়েছিলেন কেক চকোলেট নিয়ে। সঙ্গে তাদের জন্য শীতবস্ত্র ও পোশাক। আর তা পেয়ে আহ্লাদে আটখানা ফুটপাথে থাকা ওই মানুষগুলো। দুঃখ-দুর্দাশায় জর্জরিত এঁদের মুখে বড়দিনের আনন্দ শেয়ার করতেই এই উদ্যোগ, জানালেন জ্যোৎস্না দত্ত।

সমাজের দুঃস্থ দরিদ্র মানুষের পাশে থাকার সংকল্প নিয়ে কয়েকজন সমমনস্কা মানুষকে নিয়ে সম্প্রতি গড়ে তুলেছেন উত্তরণ। আর তার প্রথম প্রয়াস হিসাবে বড়দিনে ফুটপাথবাসীদের মধ্যে তুলে দেওয়া হয় পোশাক, কেক,চকোলেট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট