প্রতিষ্ঠাবার্ষিকী : সাংবাদিকতার আদর্শ থেকে বিচ্যুত হবে না ইত্তেফাক


বৃহস্পতিবার,২৬/১২/২০১৯
539

মিজান রহমান, ঢাকা: দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে ২৪ ডিসেম্বর ইত্তেফাক কার্যালয়ে কাটা হয় ৬৭ পাউন্ড ওজনের কেক। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও সম্পাদক তাসমিমা হোসেন উপস্থিত ছিলেন ইত্তেফাক পেরিয়ে আসা দীর্ঘ ছয় দশকের মতো আগামী দিনগুলিতেও সত্য, ন্যায় ও গণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে পালিত হলো দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী। অতিথিবৃন্দ শুভেচ্ছা জানাতে এসে প্রত্যাশা করলেন, ইত্তেফাক কখনোই অন্যায়ের সঙ্গে আপস করেনি, ভবিষ্যতেও সাংবাদিকতার আদর্শ থেকে বিচ্যুত হবে না।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐতিহ্যের পথ ধরে তারুণ্যের উদ্দীপনায় এগিয়ে যেতে আরেকবার প্রেরণাদীপ্ত হলো মুক্তিযুদ্ধসহ দেশের সব প্রগতিশীল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী এই দৈনিক। গতকাল মঙ্গলবার ঢাকায় ইত্তেফাক কার্যালয়সহ দেশের সব জেলায় উত্সবমুখর পরিবেশে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। গণমানুষের ভালোবাসা ও সমর্থনে সব আয়োজন ছিল প্রাণবন্ত। অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত হলো ইত্তেফাক পরিবার। ৬৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে কাওরান বাজারের নিজস্ব ভবনে ইত্তেফাক অফিস ভরে উঠেছিল পত্রিকার শুভার্থী, বন্ধু ও বিজ্ঞাপনদাতাদের পদচারণায়। সকাল থেকে রাত অবধি ইত্তেফাক ভবনে এসে শুভেচ্ছা জানিয়ে গেছেন মন্ত্রী, রাজনীতিবিদ, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, ইত্তেফাকের নিয়মিত লেখক, বিজ্ঞাপনদাতাসহ আরো অনেকে। দিনভর উত্সবমুখর পরিবেশে সবাই উদ্যাপন করেন প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি।

দুপুর সাড়ে ১২টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ সময় ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সূচনা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলজাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সংসদ সদস্য শফিকুর রহমানকে নিয়ে কেক কাটেন তারা। পরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে নিয়েও কেক কাটেন। এ সময় তথ্যমন্ত্রী ফুলের তোড়া ইত্তেফাক সম্পাদকের হাতে তুলে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

এরপর সাবেক মন্ত্রী, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে নিয়েও কেক কাটেন আনোয়ার হোসেন মঞ্জু ও তাসমিমা হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, জাতীয় পার্টিজাপার প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, জাতীয় পার্টিজেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাতীয় পার্টিজাপার প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য আবু হোসেন বাবলা প্রমুখ। ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আরো শুভেচ্ছা জানাতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, লেবার পার্টির সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

শুভেচ্ছার ঢল: ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আরো শুভেচ্ছা জানাতে আসেন চিত্রনায়িকা শাহনূর, পদ্মা ব্যাংকের মিডিয়া কর্মকর্তা সামিনা রোশনি, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন কবির, অলিম্পিকের মিডিয়া ম্যানেজার রবিউল হাসান, বসুন্ধরা গ্রুপ, বিকাশ, প্রাণআরএফএল, মোবাইল অপারেটর বাংলালিংকের সিনিয়র ম্যানেজার অজিত সুরেকা, বাংলাদেশ মহিলা পরিষদ, অ্যাকশন এইড, নারীপক্ষ, কর্মজীবী নারী, রক্সি পেইন্টসের মার্কেটিং ম্যানেজার সাইফুল্লাহ মামুদ দুলাল ও ম্যানেজার (ইন্টারনাল অডিট) মোহাম্মদ আসাদুজ্জামান, মেসার্স মোস্তফা অ্যান্ড কোম্পানি, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ। আরো শুভেচ্ছা জানান ডিইউজে ইত্তেফাক ইউনিট চিফ আবুল খায়ের, ডেপুটি চিফ মোহাম্মদ শাহযাদা, ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়ন সভাপতি গোলাম আক্তার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন খান, সহসভাপতি মো. আতাউর রহমান, প্রচার সম্পাদক মো. মোমিনুল হক, সিনিয়র সদস্য গোলাম সরওয়ার আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট