বড়দিনে জেলার ছবিটাও উৎসব মুখর।


বুধবার,২৫/১২/২০১৯
1293

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বড়দিনে জেলাতেও একই ছবি ।সকাল থেকেই জেলার বিভিন্ন গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। এছারা বাঁকুড়া জেলাতেও সাধারন মানুষদের মধ্যে উচ্ছাস উন্মাদনা রয়েছে যথেষ্ট চোখে পড়ার মত। জেলার বিভিন্ন পিকনিক স্পট গুলিতে সকাল থেকেই উপছে পড়েছে ভিড়। পাশপাশি পুরুলিয়া জেলাতেই সকাল থেকেই পর্যটকদের ঢল নেমেছে কেউবা এসেছে শহর থেকে আবার কেউ বা এসেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। সবমিলিয়ে উৎসব মুখর গোটা বাংলা,

 

এছাড়া পুরুলিয়া অযোধ্যা পাহাড় দেখতে এসেছেন বহু মানুষ। পুরোপুরি ফেস্টিভমুডে গোটা বাংলা। শহর ও জেলার মনোরঞ্জন পার্ক গুলিতে জনতার ভিড় জমেছে বেশ অনেকটাই। গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। বড়দিনে জমজমাট গোটা বাংলা। পাশাপাশি মন্দারমণি, দিঘা বা সুন্দরবন সর্বত্রই ভিড় ভিড় জমিয়েছেন বহু পর্যটক। এছাড়া শহরের বিভিন্ন রাস্তায় ক্রিসমাস ট্রি ও বিভিন্ন ধরনের আলো দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি চলছে শুভেচ্ছা বিনিময় পর্ব। শুধুমাত্র শহর কলকাতা নয় জেলায় জেলায় সাড়ম্বরে পালিত হচ্ছে বড়দিন। গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। ক্রিসমাস উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠেছে বাংলা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট