মঙ্গলবারও রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের বিক্ষোভের মুখে


মঙ্গলবার,২৪/১২/২০১৯
676

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছে থাকলেও ছাত্র বিক্ষোভের জেরে তাকে ফিরে আসতে হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন। গো ব্যাক আওয়াজ শুনতে হয় তাঁকে। শেষ পর্যন্ত ফিরে আসতে হয়েছে। এই ঘটনায় বেজায় চটেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

এরপরই রাজভবনে ফিরে সাংবাদিক সম্মেলন করে জানালেন নিজের ক্ষোভের কথা। সেই সঙ্গে কড়া সিদ্ধান্ত নিলেন। বৈঠকে ডাকলেন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।

আগামী ১৩ জানুয়ারি সমস্ত উপচার্যদের নিয়ে বৈঠক ডাকলেন রাজ‍্যেপাল।সকাল ঐদিন সকাল ১১ টা নাগাদ রাজভবনে আসতে বলা হয়েছে উপাচার্যদের।
যাদবপুর ঘটনার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেউ লিখিত ভাবে চিঠি দিচ্ছন রাজ‍্যপাল।১৫ দিনের মধ্যে মুখ‍্যমন্ত্রীকে এই ঘটনার উওর দেবার আবেদন করেছেন রাজ‍্যপাল। মুখ্যমন্ত্রীকে এিভাবে রাজ্যপাল সময় বেঁধে দিততে পারেন কিনা তা নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষজ্ঞ মহলের একাংশের মত মুখ্যমন্ত্রী প্রশ্নের জবাব দিতে বাধ্য নাও থাকতে পারেন।

এদিন রাজ‍্যের আইনশৃঙ্খলা শাসন একদম ভেঙ্গে পড়েছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন রাজ্যপাল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট