দয়া নয়, সাহায্য নয়, চাই সম্মান। বড়দিনের ঠিক প্রাক্কালে আন্তর্জাতিক সান্তাক্লজ ডে-তে গরীব শিশুদের মধ্যে সেই সম্মানের ব্যবস্থা করা হয়েছিল মঙ্গলবার। কলকাতা প্রেসক্লাবে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের সকলকেই সম্মানিত করা হয়। বড়দিন উপলক্ষে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। সেই সঙ্গে ছিল কেক ও চকোলেট। উদ্যোক্তারা জানান, এই শিশুদের মধ্যেই রয়েছে প্রতিভা। তাই দয়া-দাক্ষিণ্য দেখিয়ে তাদেরকে ছোট করতে চাইনি।
সান্তাক্লজের হাত থেকে বড়দিনের পুরস্কার পেয়ে বেজায় খুশি খুদে শিশুরা। প্রতিযোগিতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত তারা।