কটকঃ আজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে লিউস ২১, শাই হোপ ৪২, হেটমায়ার ৩৭, রান করেন। শেষ দশ ওভারে ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেন পোলার্ড। তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করে বড় রানের দিকে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একের পর এক ওভার বাউন্ডারি হাঁকিয়ে তিনি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এছাড়া তাঁর সাথে জুটি বেঁধে আক্রমনাত্মক ইনিংস খেলতে শুরু করেন নিকোলাস পুরান এদিন তাঁর ব্যাক্তিগত রান ৮৯। অল্পের জন্য সেঞ্চুরী হাত ছাড়া করলেন এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার।
শার্দুল ঠাকুরের বলে আউট হয়ে তিনি ফিরে যান। এরপর জেসন হোল্ডার ব্যাট করতে আসে । এরপর অধিনায়ক তাঁর সাথে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। পোলার্ডের ঝোড়ো ইনিংসে ভর করে ৩০০ রানের গন্ডি পেরোয় ক্যারিবিয়ান শিবির। একের পর এক বল গ্যালারিতে পাঠালেন আজ পোলার্ড। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৩১৫/৫ শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ক্যারিবিয়ান দলের অধিনায়ককে ফের একবার স্বমহিমায় দেখা গেল আজ। তাঁর বিধ্বংসী ব্যাটিং এর দাপটে বড় রানে পৌছাল তাঁর দল। ৫১ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি এদিন। সিরিজের নির্নায়ক ম্যাচে আজ ভারতের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা রাখল ওয়েস্ট ইণ্ডিজ।