কটকঃ আজ সিরিজের নির্নায়ক ম্যাচে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। আজ প্রথমে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান ব্যাটিংয়ে বড় ভরসা ওপেনার শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কিয়েরন পোলার্ড। এছাড়া আগের ম্যাচ গুলিতে জ্বলে উঠেছিল তাঁদের ব্যাট। আজকের ম্যাচে তাই তাঁদের উপর প্রত্যাশা রয়েছে অনেকখানি ক্যারিবিয়ান শিবিরের।
অন্যদিকে বিগত দুটি ম্যাচে সেইভাবে জ্বলে ওঠেনি বিরাটের ব্যাট। তবে আজ সিরিজ নির্নায়ক ম্যাচে তাঁর ব্যাট আরও একবার জ্বলে উঠুক এমটাই চাইছে ক্রিকেট প্রেমীরা। পাশাপাশি আজ ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে দলে এসেছেন দুই নবাগত নবদীপ সাইনি এবং শার্দুল ঠাকুর।
অন্যদিকে নয়া নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছে রোহিত শর্মা। আজকের ম্যাচে কটকে আর ৯ রান করলেই রোহিত ভাঙবেন শ্রীলঙ্কার ওপেনার সনৎ জয়সূর্যের রেকর্ড। অর্থাৎ আরও একটি নতুন রেকর্ডের হাতছানি রয়েছে হিটম্যানের সামনে। আগের ম্যাচে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছিল তাকে। সিরিজের আজ গুরুত্বপুর্ন ম্যাচে বাড়তি দায়িত্ব রয়েছে ভারতের সহ-অধিনায়কের কাঁধে। অন্যদিকে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সিরিজ জিতেই দেশে ফিরতে চাইছে। এবার তাঁদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কোহলি ব্রিগেড।