কটকঃ আজ প্রথমে টসে জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানান ভারত অধিনায়ক। আজকের ম্যাচে জয় তুলে নিতে মরিয়া কোহলি ব্রিগেড। রান তাড়া করে লক্ষ্যে পৌঁছানো সবসময় পছন্দ করেন কোহলি একথা একাধিক বার জানিয়েছেন তিনি। বিশাখাপত্তনমে ভারত প্রারম্ভিক জুটিতে রেকর্ড ২২৭ রান তুলেছিল। তাই এই ম্যাচেও রহিত-লোকশের উপর প্রত্যাশা রয়েছে অনেকখানি। পাশাপাশি প্রথম দুটি ম্যাচে রান পাইনি ভারতের বর্তমান অধিনায়ক, কটকে ভারতের সিরিজ জয়ের পাশাপাশি কোহালির ব্যাট থেকে রান দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা।
তাই আজকের ম্যাচে বিরাট এক অনবদ্য ইনিংস তিনি চাইবেন উপহার দিতে ক্রিকেট প্রেমীদের। অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে ক্যারিবিয়ানরা। তাঁদের লক্ষ্যে আজকের ম্যাচে জয় তুলে নেওয়া। তাঁদের সর্বশক্তি দিয়ে আজকের ম্যাচে ঝাঁপাতে প্রস্তুত প্রতিপক্ষরা। শাই হোপ, হেটমায়াররা ইতিমধ্যে দুটি ম্যাচে দারুন পারফরম্যান্স করেছে, যা ক্যারিবিয়ান শিবিরিকে অনেকটাই স্বস্তি দিয়েছে। আজ প্রথম ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দলের দুই ওপেনার ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে তুলছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২০ রান বিনা উইকেটে।