কটক ঃ কটকের বরাবাটি স্টেডিয়ামে আজ সিরিজ ফয়সালার ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত- ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ দখলে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। শুধু তাই নয় আজকের ম্যাচ সমান ভাবে গুরুত্বপুর্ন প্রতিপক্ষের কাছে। টি ২০ সিরিজ পরাজয়ের পর দুর্দান্ত কামব্যাক করেছে পোলার্ডবাহিনী। আজকের ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ পকেটে পুরে নিতে ব্যাস্ত ক্যারিবিয়ানরা। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি। রান তারা করে লক্ষ্যে পৌঁছানো তাঁর অন্যতম লক্ষ্যে আজ। এমন পরিস্থিতিতে তৃতীয় তথা শেষ ম্যাচে যে ক্ষুধার্থ সিংহের মতোই আচরণ করবেন ভারতের হিটম্যান সহ অন্যান্যরা সে নিয়ে কোনও সন্দেহই নেই। এছাড়া চলতি সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারত এর প্রথম সারির ব্যাটসম্যানরা যা অনেকটাই স্বস্তি দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। সবমিলিয়ে এক ঐতিহাসিক ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
ওয়ান ডে সিরিজের নির্ণায়ক ম্যাচে আজ, রবিবার মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।
রবিবার,২২/১২/২০১৯
834
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---