কলকাতাঃ আজ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধীতায় কলকাতার রাজপথে নামল পড়ুয়ারা। নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ ফের উত্তাল হয়ে উঠল শহর কলকাতা। আজকের মিছিলে শামিল হয়েছেন কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মহাজাতি সদনে এই মুহুর্তে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা আজ পথে নেমেছে। সিএএ বিরোধিতায় আজও উত্তাল কলকাতা। ব্যারিকেড ভেঙ্গে এগোনর চেস্টা চলছে পড়ুয়াদের একাংশ। হাজার হাজার ছাত্রছাত্রীরা মিছিলে আজ অংশ নিয়েছেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে কারণে পুলিশের কড়া নজরদারিও রয়েছে। মিছিল কিছুদূর এগোতেই মিছিলে অংশগ্রহন কারিদের সাথে পুলিশের বচসা বাঁধে । মিছিলের জেরে যানজটের সৃষ্টি হয়েছে শহরতলির বিভিন্ন জায়গায়, ভোগান্তির শিকার সাধারন মানুষ। সূত্রের খবর সেন্ট্রাল এভিনিউতে পৌঁছালে পুলিশের সাথে অংশগ্রহন কারীদের এক প্রকার ধস্তাধস্তি বেঁধে যায়। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে।
রাজপথে ছাত্রছাত্রীদের মিছিল
শনিবার,২১/১২/২০১৯
327
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---