অবশেষে স্বাভাবিক হল ইন্টারনেট পরিষেবা


শনিবার,২১/১২/২০১৯
739

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ বেশ কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা উত্তর ২৪ পরগনা ও দক্ষিন ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায়। এছাড়া গ্রাহকরা তাঁদের ব্যাবহারকারী সংস্থার তরফ থেকে জানতে পারে সরকারী নির্দেশ অনুযায়ী বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। শেষমেষ সেই অচলাবস্থা কাটল, স্বাভাবিক হল ইন্টারনেট পরিষেবা। বিগত কয়েকদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধের জেরে সমস্যার সন্মুখীন হন সাধারন মানুষ।

 

বিভিন্ন ব্যাঙ্ক ও পোস্ট অফিসের কাজ শিকেয় উঠেছে। বিভিন্ন এটিএমেও লিঙ্ক থাকছে না। মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। চরম দুর্ভোগের শিকার হতে হয় সাধারন মানুষকে। এছাড়া বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট স্বাভাবিক করার নির্দেশ দেওয়ার বহু পরে সচল হয় ইন্টারনেট পরিষেবা। এরফলে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারন মানুষ , তাঁদের প্রশ্ন শান্তিপুর্ন এলাকায় নেট পরিষেবা স্বাভাবিক হতে এত বিলম্ব কেন।

 

বর্তমানে প্রযুক্তির দুনিয়াতে ইন্টারনেট এর উপর নির্ভরশীল আমজনতা। বিগত কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধের জের চরম হয়রানির শিকার হন সাধারন মানুষ। গতকাল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিংয়ে এদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। এছাড়া পড়াশুনার ক্ষেত্রেও বর্তমানে ইন্টারনেট খুব জরুরী। ফলে ইন্টারনেট বন্ধের জেরে চরম সমস্যার মুখে পড়েন ছাত্রছাত্রীরা।

 

জানা যায় গতকাল রাত থেকেই বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়েছে। পাশাপাশি আজ সকাল থেকেই ইন্টারনেট পরিষেবা পুরোপুরি ভাবে স্বাভাবিক হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বর্তমানে যোগাযোগের মাধ্যম হিসাবে ইন্টারনেট খুবই প্রয়োজনীয় , তবে বেশ কয়েকদিন ধরে গোলযোগের কারনে চরম হয়রানি শিকার হতে হয় সাধারন মানুষকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট