উত্তরপ্রদেশেঃ বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। কিছুতে প্রশমিত হচ্ছে না বিক্ষোভ ও প্রতিবাদ। দেশের সর্বত্র নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে। কোথাও কার্ফু আবার কোথাও ১৪৪ ধারা জারি করা হয়েছে ইতিমধ্যে। রাজধানী দিল্লী সহ উত্তরপ্রদেশের একাধিক এলাকায় বিক্ষোভ অব্যাহৎ ছিল শুক্রবারও। রাস্তায় নেমে বিক্ষোভকারীরা এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারন করে। এছাড়া বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই পুলিশকে উদ্দেশ্যে করে পাথর ছুড়তে থাকে। লাগাতার পাথর বৃষ্টিতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এলাকায় উত্তেজনার পারদ চরতে থাকে। এরপর বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে। শুক্রবার দেশজুড়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন বহু সাধারন মানুষ। শুক্রবার বেলা বাড়তেই নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে গোরক্ষপুর, বাহরাইচ-সহ একাধিক এলাকা।নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ফের আগুন জ্বলল উত্তরপ্রদেশে।