নাগরিকত্ব আইনের প্রতিবাদে গতকাল ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশ। বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল ও কলেজ।


শনিবার,২১/১২/২০১৯
450

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশে গোরক্ষপুর সহ একাধিক এলাকায় জারি কড়া হয়েছে ১৪৪ ধারা। এলাকা পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে। শুক্রবার ফের অগ্নিগর্ভের চেহার নেয় উত্তর প্রদেশের বেশ কিছু এলাকা। বিক্ষোভকারী দের আটকাতে পুলিশ লাঠিচার্জ করে। এছাড়া পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। কানপুর, ফিরোজাবাদ, গোরক্ষপুর, দেওবন্দ, মুজফ্ফরনগর, বুলন্দশহর, মিরাট, হাপুর, শামলি সহ একাধিক জায়গায় উত্তেজনা চরমে ওঠে।গতকাল থেকে লখনউতে ইন্টারনেট এবং এমএমএস পরিষেবা বন্ধ রয়েছে। এদিন সাম্ভাল, আলিগড়, মউ, গাজিয়াবাদ, আজমগড় এবং বেরিলি সহ বহু জেলাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। পাশাপাশি দুপুর থেকেই শহরের নানা প্রান্তে চলে জমায়েত, বিক্ষোভ। সূত্রের খবর বিক্ষোভের জেরে উত্তরপ্রদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হল মেরঠ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট