তৃণমূল কর্মীর জমিতে থাকা মিনিতে আগুন ধরালো দুষ্কৃতীরা


শনিবার,২১/১২/২০১৯
708

পশ্চিম মেদিনীপুর :– এবার এলাকার তৃণমূল কর্মীর জমিতে থাকা মিনিতে আগুন ধরালো দুষ্কৃতীরা। সন্দেহের তীর বিজেপির দিকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার কুসুম ডাঙ্গা এলাকার ।জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে এলাকার তৃণমূল কর্মী নামে পরিচিত ঝন্টু গিরির ধান জমিতে থাকা একটি মিনিতে জনাকয়েক দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয়। পুড়ে ছাই হয়ে যায় ইলেকট্রিক মিটার সহ বহু মূল্যের মিনি ও অ্যাজবেস্টার ঘেরা ঘর। মঙ্গলবার সকালে নিজের জমিতে গিয়ে বিষয়টি নজরে আসে ঝন্টু গিরির।

প্রসঙ্গত দিন কয়েক আগে ওই তৃণমূল কর্মীর দোকানে বিজেপির কিছু দুষ্কৃতী ভাঙচুর চালিয়ে তাদের মারধর করেছিল ছিল বলে অভিযোগ করেছিলেন তিনি । থানাতে লিখিত অভিযোগ দায়ের করার পরেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ।এই ঘটনার রেশ কাটতেই না কাটতে আজ অর্থাৎ মঙ্গলবার উক্ত তৃণমূল কর্মীর জমিতে থাকা মিনিতে কেউ বা কারা আগুন ধরিয়ে দেওয়ায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট