মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুক এ রাজ্যে তিনি এনআরসি ও সিএএ আটকাতে পারবেনা : সায়ন্ত বসু


শনিবার,২১/১২/২০১৯
1090

পশ্চিম মেদিনীপুর :– মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুক এ রাজ্যে তিনি এনআরসি ও সিএএ আটকাতে পারবেনা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা একটি দলীয় কর্মসূচিতে এসে বললেন বিজেপি নেতা সায়ন্ত বসু। এদিন তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝাচ্ছে,মাত্র লুঙ্গি ধরী মানুষই এই গন্ডগোল করছে, কারণ যারা বাংলাদেশ থেকে এসেছে যারা এ রাজ্যের বাসিন্দা নয়, তারাই এ গন্ডগোল পাকাচ্ছে আর তাদের মদত দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুধুমাত্র তার ভোট ব্যাংকের জন্য। উল্লেখ্য বুধবার এক বিজেপি কর্মীকে পুলিশ গুলি বন্ধুক সহ গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, যে রাজ্যের পুলিশ শুধুমাত্র বিজেপি কর্মীদের দেখে দেখে অস্ত্র মামলার খুনের মামলায় জড়াচ্ছে।

এমনকি পশ্চিমবাংলার রাজ্যপালের ছবি পোস্ট কান্ড কে নিয়ে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করেন সায়ন্তন বসু তিনি বলেন এ ছবি পার্লামেন্টের ছবি, দেখে বুঝা যাচ্ছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য দুঃখজনক, বাইরের রাজ্যে গেলে আমাদের মাথা হেঁট হয়ে যায় শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য, এমনিভাবে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, শুধু তাই নয় আগামী 23 ডিসেম্বর কলকাতার রাজপথে মিছিল করবে বিজেপি, এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,সেদিন কোথাও বাস আটকাবে বা কোথাও ট্রেন আটকাবে তাই আগাম বার্তা আপনাদের দিয়ে রাখছি হলে আগের দিন যান না হলে পরের দিন তৈরি হয়ে যান যারা পথ আটকাতে আসবে তাদের যেন আটকে দেয়া হয়, এমনই কর্মীদের বার্তা দিলেন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট