এনআরসি র সমর্থনে এবার পথে নেমে মিছিল পথসভা করলো বিজেপি


শনিবার,২১/১২/২০১৯
842

এনআরসি র সমর্থনে এবার পথে নেমে মিছিল পথসভা করলো বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুরের বটতলাচকে এক সভা থেকে এন আর সি ও সি এ এ এর সমর্থন জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান , যারা এন আর সির প্রতিবাদে ট্রেনে , বাসে আগুন লাগিয়েছে , লুটপাঠ চালিয়েছে , ভাঙচুর , তান্ডব চালিয়েছে তাদেরকে শেল্টার দিচ্ছে তৃণমূল সরকার । এটা স্বাধীন দেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না ।

আর যারা এসব করছে তারা কারা , কোন দেশ থেকে এসেছে তাও সকলের কাছে পরিষ্কার । দিলীপবাবু সাফ জানিয়ে দেন , এন আর সি আর সি এ এ হচ্ছেই ।এটা এখন বিল থেকে আইনে পরিণত হয়েছে । তৃনমূলের মতো কিছু রাজনৈতিক দল যারা সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর নির্ভর করে তাদের সামনে বিপদ ।তাই তারা কুমিরের কান্না নিয়ে রাস্তায় নেমে পড়েছে । মানুষকে ভুল বোঝাচ্ছে । কিন্তু সত্যের জয় হবেই বলে জানান দিলীপ বাবু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট