সারা দেশ জুড়ে যে রাষ্ট্রিয় সন্ত্রাস চলছে ,যা ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করার দিকে নিয়ে যাচ্ছে; দিনের পর দিন নারীদের ওপর যেভাবে আক্রমন নেমে আসছে এবং একই সময়ে NRC এবং CAA এর মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার সর্বোত্তম চেষ্টা করে চলেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্র সংগঠন AIDSO ‘র অল ইন্ডিয়া কমিটি ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সম্প্রদায়িক সম্প্রীতির যে আহ্বান তাকে সামনে রেখে আজ খড়্গপুর কলেজে ছাত্র সংগঠন DSO ‘র ছাত্রছাত্রীদের উদ্যোগে মনীষীদের সাম্প্রদায়িকতা বিরোধী প্রবচন প্রদর্শনীর একটি কর্মসূচি পালিত হয়।
একই সাথে ছাত্রছাত্রীদের কাছে DSO ‘র মুখপত্র ছাত্র সংহতি নিয়ে যাওয়া হয় এবং বর্তমান সমাজের সংকটময় পরিস্থিতি এবং শিক্ষার বেহাল দশা সম্পর্কে তাদের মতামত জানতে চাওয়া হয়।
সারা দেশ জুড়ে যে রাষ্ট্রিয় সন্ত্রাস চলছে ,যা ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ?
শনিবার,২১/১২/২০১৯
591