প্রথমবার কলকাতায় বসা নিলামে কাদের কত মূল্যে কিনল কলকাতা নাইট রাইডার্স


শুক্রবার,২০/১২/২০১৯
853

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ পুর্ব নির্ধারিত সুচী মেনেই আই পি এল নিলামের আসর বসল শহরে। প্রথম দিনেই একের পর এক তারকা ক্রিকেটার কিনে ফেলল কেকে আর। এদিন নিলামে বেশ মোটা অঙ্কের টাকে নিয়ে নিলামে উপস্থিত ছিলেন কিং খানের দলের সদস্যরা। প্রথম দিনের নিলামেই একের পর এক চমক দিল কেকে আর। বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে কিনতেও ভাল অর্থ খরচ করতে হল দুবারের চ্যাম্পিয়ন কেকেআরকে। ৫.২৫ কোটি টাকায় বিক্রি হলেন তিনি। পাশাপাশি রাহুল ত্রিপাঠিকে ৬০ লক্ষ টাকায়, বরুন চক্রবর্তী ৪ কোটি, এম সিদ্ধার্থ ২০ লক্ষ, টম ব্যান্টন ১ কোটি, প্রবীন তাম্বে ২০ লক্ষ,নিখিল নায়েক ২০ লক্ষ টাকায় কিনল কেকে আর।   এবার সবচেয়ে বেশি দামের বিদেশি তারকা প্যাট কামিন্স খেলবেন কিং খানের দলের জার্সি গায়ে চাপিয়েই। ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় দল। তাঁর ন্যূনতম মূল্য ছিল ২ কোটি।

এক নজরে দেখে নিন এই বছরের কে কে আর শিবির

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট