প্রথমবার কলকাতায় বসছে IPL-এর নিলাম।


বৃহস্পতিবার,১৯/১২/২০১৯
1548

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

২ কোটির বেস প্রাইজ থেকে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে এলেন কামিন্স।

 

১০ কোটি ৭৫ লক্ষ টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে নিল কিংস ইলেভেন পঞ্জাব।

অ্যারন ফ্রিঞ্চ গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।

 

স্যাম কুরানকে ৫.৫০ কোটি টাকায় নিল চেন্নাই সুপার কিংস।

 

 

কলকাতাঃ আজ শহর কলকাতায় বসেছে আই পি এল নিলাম এর আসর। এবার মোট ৩৩২ জন নিলামে উঠছেন। যার মধ্যে ভারতের ১৮৬ জন, অস্ট্রেলিয়ার ৩৫ জন, দক্ষিণ আফ্রিকার ২৩ জন, ইংল্যান্ডের ২২ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৯ জন, নিউ জিল্যান্ডের ১৮জন, শ্রীলঙ্কার ১৪ জন, আফগানিস্তানের ৭ জন, বাংলাদেশের ৫ জন ক্রিকেটার থাকছে। সূত্রের খবর ইতিমধ্যে নিলাম শুরু হয়ে গিয়েছে , কলকাতা নাইট রাইডার্স নিয়ে ফেলেছে প্যাট কামিংস ও ইওন মর্গ্যানকে। এর মধ্যে অজি পেসার কামিংসের জন্য দর উঠেছে ১৫ কোটি ৫০ লক্ষ টাকা । ২ কোটির বেস প্রাইজ থেকে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে এলেন কামিন্স।  অ্যারন ফ্রিঞ্চ গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। রবীন উথাপ্পা গেলেন রাজস্থান রয়্যালসে। ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে নিল কিংস ইলেভেন পঞ্জাব। স্যাম কুরানকে ৫.৫০ কোটি টাকায় নিল চেন্নাই সুপার কিংস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট