আজ মরশুমের শীতলতম দিন


বুধবার,১৮/১২/২০১৯
913

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ অবশেষে শীত এল শহরে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শহরে কড়া নাড়ল শীত। আজ মরশুমের শীতলতম দিন।  তাপমাত্রা একধাক্কায় ৩ ডিগ্রি নেমে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে। তা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও ৩-৪ ডিগ্রি পারদ পতন হতে পারে। অর্থাৎ শীতের দাপুটে ইনিংস শুরু হতে শুধুমাত্র সময়ের অপেক্ষা। শহরে বুধবার থেকে জাঁকিয়ে বসেছে শীত।

 

সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে মহানগরী। বেলা বাড়তেই কুয়াশার চাদর সরিয়ে উত্তরে হাওয়ার দাপট বেড়েছে। শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিনবঙ্গে শীতের আমেজ উপভোগ করছে সবাই। হাওয়া অফিস সূত্রের খবর আগামী কয়েকদিনে তাপমাত্রা পারদ নামবে বেশ অনেকটাই, সাথে বাড়বে উত্তরে হাওয়ার দাপট।  সমতলের পাশাপাশি দার্জিলং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন হয়েছে। বেশ কনকনে ঠান্ডাই অনুভূত হচ্ছে পাহাড়ে।

 

আজ দার্জিলিং সর্বনিন্ন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াস। পুরুলিয়া সর্বনিন্ন তাপমাত্রা ১১ ডিগ্রী , মেদিনীপুরে সর্বনিন্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস। এক ধাক্কায় জেলা জুড়ে পারদ নেমেছে বেশ অনেকটাই। ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে শীতের দাপট।

 

শৈত্য প্রবাহ চলছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও। রাজ্যের উত্তরভাগ সিকিম এবং সংলগ্ন এলাকাতেও তুষারপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই শীতের প্রভাব থাকবে আগামী ৭২ ঘণ্টা। অবশেষে শীতের বার্তা দিল হাওয়া অফিস। শহর জুড়ে আজ জাঁকিয়ে বসেছে শীত। এতদিন ধরে শীতের অপেক্ষায় প্রহর গুনছিল শহরবাসী ।শেষ মেষ শহরে এল শীত।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট