বড়দিনের আগেই দরজায় কড়া নাড়ল শীত


বুধবার,১৮/১২/২০১৯
729

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ ১ লা পৌষে শীতের দাপুটে ইনিংস শুরু। এতদিন ধরে শীতের জন্য অপেক্ষারত ছিল শহরবাসী। পশ্চীমি ঝঞ্জা শীতের পথে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল। সেই রেশ কাটিয়ে আজ উত্তরে হাওয়া প্রবেশ করল রাজ্যে। সকাল থেকেই শীতের দাপট জেলা জুড়ে। দুই ২৪ পরগনাতেও সকাল থেকেই শীত এর দাপুটে ইনিংস শুরু হয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা পারদ নামবে অনেকটাই এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।

 

তাই আগামী কয়েকদিনে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে মনে করা হচ্ছে। সমতলের পাশাপাশি দার্জিলং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন হয়েছে। বেশ কনকনে ঠান্ডাই অনুভূত হচ্ছে পাহাড়ে।বড় দিনের আগে শীত প্রেমীদের কাছে এ এক বড় সুখবর। আর কয়েক দিন পর ক্রিসমাস, আর তাঁর আগেই বঙ্গে প্রবেশ করল শীত। সবমিলিয়ে শীতের মেজাজে শহরবাসী।

 

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই নামবে পারদ। বৃহস্পতিবারের মধ্যে তা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত পড়বে শহরে।পশ্চিমি ঝঞ্ঝার জেরে এ রাজ্যে প্রবেশ করতে পারেনি শীত । সেই পরিস্থিতি কাটতে চলেছে আজ সকাল থেকে। ।বুধবার তাপমাত্রা একধাক্কায় ৩ ডিগ্রি নেমে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে। তা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও ৩-৪ ডিগ্রি পারদ পতন হতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট