উত্তরবঙ্গ তো বটেই, জাঁকিয়ে শীত পড়তে চলেছে দক্ষিণবঙ্গেও।


বুধবার,১৮/১২/২০১৯
772

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ অবশেষে প্রতীক্ষার অবসান, বঙ্গে প্রবেশ করতে চলেছে শীত। আজ থেকে জাঁকিয়ে শীত পড়বে জানিয়ে দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহে আজ থেকে উত্তরবঙ্গ  সহ দক্ষিনবঙ্গে শীতের দাপট প্রত্যাক্ষ করবে রাজ্যবাসী। মঙ্গলবার বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তর  সূত্রের খবর আজ বুধবার থেকেই গোটা রাজ্যে শীতের প্রভাব বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই একটু কমেছে।

 

আজ থেকেই শহর সহ জেলা জুড়ে শীতের দাপুটে ইনিংস শুরু হবে। আজ সকাল থেকেই শহরে শীত অনুভুত হচ্ছে। এক ধাক্কায় পারদ নেমেছে বেশ অনেকটাই।  মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি। বুধবার তা কমে হল ১৫.৬ ডিগ্রি। ক্রিসমাসের আগে জাঁকিয়ে শীত পরতে চলেছে শহরে। যা শীত প্রেমীদের কাছে এক সুখবর।

 

বেশ কয়েকদিন ধরে পশ্চীমি ঝঞ্জার জেরে শীতের আগমনের পথে বিলম্ব ঘটছিল, তবে সেই বাঁধা কাটিয়ে আজ বঙ্গে শীতের অনুপ্রবেশ ঘটতে চলেছে। পাশাপাশি রাজ্য সহ দক্ষিবঙ্গে উত্তরে হাওয়া বইবে। তবে এই শীত কতদিন স্থায়ী হবে সে বিষয়ে এখনও পুরোপুরি ভাবে কোন নিশ্চয়তা নেই। তবে যাই হোক বড়দিনের প্রাক মুহুর্তে জাঁকিয়ে শীত উপভোগ করবে শহরবাসী তা বলার অপেক্ষা রাখে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট