শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার জন্য ২টি সরকারি বাসের ব্যবস্থা করেছে প্রশাসন।


মঙ্গলবার,১৭/১২/২০১৯
829

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ বেশ কয়েকদিন ধরে বিক্ষোভের জেরে ব্যাহত হয়েছে যান চলচল। এছাড়া একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল কড়া হয়েছে বিক্ষোভের জেরে। ফলে সমস্যায় পড়েছেন বহু পর্যটক। এছাড়া সবথেকে বেশি দুর্ভোগের শিকার হয়েছেন উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া পর্যটকরা। অনেকেই আটকে রয়েছে শিলিগুড়িতে। ওইসব পর্যটকদের জন্য বাসের ব্যবস্থা করল রাজ্য সরকার। সূত্রের খবর, শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার জন্য ২টি সরকারি বাসের ব্যবস্থা করেছে প্রশাসন।

 

এনজেপি স্টেশন থেকে বাসদুটি কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগে খুব খুশি পর্যটকেরা । প্রতি বছর শীতের মরসুমে অনেকেই বেড়াতে যান উত্তরবঙ্গের দিকে। তবে এই বছর এওম অভিজ্ঞতার শিকার হতে হবে তা কল্পনাও করতে পারেননি অনেকেই। লাগাতার বিক্ষোভের জেরে বেশ কয়েকদিন ধরে যান চলাচল ব্যাহত হয়েছিল। দুর্ভোগের শিকার হয়েছিলেনে পর্জটকেরা। অনিশ্চিয়তার কালো মেঘে ঢেকে আসছিল জনজীবন।কিন্ত শেষমেশ স্বস্তির নিশ্বাস ফেলল পর্জটকেরা। তাঁদের গন্তব্যে ফেরার জন্য বাসের ব্যাবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। স্বাভাবিক ভাবে এই উদ্যেগে খুশির হাওয়া পর্যটক মহলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট