কলকাতাঃ জাঁকিয়ে শীতের অপেক্ষায় শহরবাসী। শহরের তাপমাত্রায় বেশ কয়েকদিনের মধ্যে তেমন পরিবর্তন লক্ষ্যে কড়া যায়নি। ডিসেম্বর মাসের মাঝামাঝি সপ্তাহ এসে গেল দোরগোড়ায় তবুও সেইভাবে শীতের দেখা নেই। আবহাওয়া দপ্তর সূত্রের খবর জাঁকিয়ে শীত পড়ার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। সপ্তাহের মাঝামাঝি দ্রুত নামবে তাপমাত্রা।সোমবার সকালে কলকাতায় সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীত আসার পথ আটকে ছিল, তাতে বিরাম মিলবে আজ, মঙ্গলবার থেকে। এর ফলে এ রাজ্য সহ সমগ্র পূর্ব ভারতেই উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া ঢুকতে শুরু করবে। পাল্লা দিয়ে নামবে উষ্ণতার পারদও। বঙ্গে শীতের অনুপ্রবেশ ঘটলেও তা কতদিন স্থায়ী হবে সে বিষয়ে এখন পাকাপাকি ভাবে কিছু বলা যাচ্ছে না। জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুদিনের জন্য অপেক্ষারত থাকতে হবে শহরবাসীকে।
জাঁকিয়ে শীতের অপেক্ষায় শহরবাসী।
মঙ্গলবার,১৭/১২/২০১৯
621
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---