নাগরিকত্ব আইনের বিরোধিতায় আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সোমবার,১৬/১২/২০১৯
695

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

নাগরিকত্ব আইনের বিরোধিতায় এ দিন পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর পর তিনদিন পদযাত্রা করবেন। রেড রোডে আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি। প্রতিবাদের পাশাপাশি, রাস্তায় নেমে জানাবেন শান্তিরক্ষার আবেদনও।সোমবার থেকে টানা তিনদিন মিছিল করবেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে দ্ব্যর্থহীন ভাষায় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন, এই আইন বাংলায় লাগু হবে না। শুধু তাই নয়, রাজ্যের মানুষের কাছে সর্বধর্মসমন্বয়ের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন, শান্তি রক্ষা করুন।  শুক্রবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন মিছিলে হাঁটবেন তিনি। সোমবার দুপুর ১টায় বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তিতে জমায়েত হয়ে গান্ধীমূর্তির পাদদেশ হয়ে মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট