অগ্নিগর্ভের চেহারা নিল দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট অঞ্চল।


রবিবার,১৫/১২/২০১৯
752

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ভাঙড় : নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত দু’দিন ধরেই অশান্ত রাজ্যের বিভিন্ন অঞ্চল। আজ  অগ্নিগর্ভ হল দক্ষিন ২৪ পরগনা,ভাঙড় । আজ সকাল থেকেই অগ্নিগর্ভের চেহারা নিল দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাট অঞ্চল। স্থানীয়রা আজ পোলেরহাট ইউ বি আই ব্যাঙ্কের নিকট রাস্তায় মাঝখানে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। ফলে ব্যাহত হয় যান চলাচল। এছাড়া বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় পোলেরহাট – শ্যামবাজার রোডের বাস চলাচল। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ সকালে অগ্নিগর্ভের চেহারা নেয় ভাঙড়ের পোলেরহাট।

সকালে কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে সময়ে পৌঁছতে না পেরে যেমন চরম নাকাল হন নিত্যযাত্রীরা,।এ দিন সকাল হতেই রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। দফায় দফায় সড়ক অবরোধ চলে। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়, পোলেরহাট – শ্যামবাজার রোড অবরোধ করলে যানজট এর সৃষ্টি হয়।নাগরিকত্ব সংশোধনি আইনের প্রতিবাদে আজ বিক্ষোভ  দেখাতে শুরু করেন সাধারন মানুষ পোলেরহাটের বিস্তির্ন অঞ্চলে।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের প্রথমে নাটাপুকুর –পোলেরহাট এর সংযোগস্থল পথ অবরোধ করে স্থানীয়রা। এরপর স্থানীয়রা পোলেরহাট রোডের মাঝখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারন মানুষ। মুহুর্তের মধ্যে অগ্নিগর্ভের চেহারা নেয় বিস্তির্ন অঞ্চল। এলাকায় যথেষ্ট থমথমে রয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে এদিন আট থেকে আশি আবালা বৃদ্ধ সকলকে সামিল হতে দেখা যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট