হাওড়াঃ আজ সকাল থেকেই আবার উত্তপ্ত হয়ে উঠল সাকরাইল স্টেশন চত্বর। স্টেশন চত্বর জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বহু মানুষ। স্বাভাবিক ভাবে মুহুর্তের মধ্যে তা আতঙ্কের চেহারা নেয়। শনিবার সকাল থেকে অগ্নিগর্ভ কোনা এক্সপ্রেসওয়ে, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন এলাকা। একের পর এক জ্বলছে বাস।
পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত পুলিশ। কার্যত স্তব্ধ জনজীবন। এছাড়া শহর ছাড়া জেলা জুড়েও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। হাসনাবাদ শাখায় হাড়োয়া রোড, চম্পাপুকুর, সন্ডালিয়া, কাঁকরা, মির্জানগর, লেবুতলাতেও ট্রেন অবরোধ হয়।যার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাহত হয়েছে যান চলাচল। জানা যাচ্ছে মুর্শিদাবাদে লালগোলা স্টেশনে আগুন লাগিয়ে দেয় প্রতিবাদী জনতা।
এছাড়া মুর্শিদাবাদে টিকিট কাউন্টারে ভাঙচুর চালায় সাধারন মানুষ। এছাড়া জানা যাচ্ছে কৃষ্ণপুরে টিকিট কাউন্টারে ভাঙচুর চালায় প্রতিবাদী জনতা। উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাসনাবাদ শাখায় ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা।যার জেরে অগিগর্ভের চেহারা নেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই সব ঘটনার জেরে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।