শুক্রবার থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে শামিল হয়েছিলেন বহু মানুষ।


শনিবার,১৪/১২/২০১৯
460

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ নাগরিকত্ব বিলের প্রতিবাদে শুক্রবার দুপুর থেকেই হাজার হাজার মানুষ মিছিলে পা মিলিয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারন মানুষ প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করে। এছাড়া বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে জেলা জুড়েও। বীরভুম, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলাতেও প্রতিবাদী জনতা রাস্তায় নেমে নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন।মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ হয়। কালকের পর শোনা যায় আজও শহরতলি সহ জেলার বিভিন্ন প্রান্তে পথে নেমেছে বহু মানুষ।

 

কোথাও বাস ভাঙচুর, আবার কোথাও রাস্তা অবরোধ এই ছবি আজও ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সড়ক ও রেল অবরোধ চলছে। ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার মানুষ।   গতকালের মতোই নিয়মিত অবরোধ চলছে মুর্শিদাবাদেও। রঘুনাথগঞ্জের একাধিক জায়গায় কয়েকঘণ্টা ধরে পথ অবরোধ চলছে। সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। শনিবার আইন-বিরোধী আন্দোলনের উত্তাপ আরও বাড়ল। সকাল থেকেই বিক্ষোভকারীরা কোথাও রেললাইন রুখে, কোথাও জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট