হাওড়া: আমতায় যাত্রীবাহী বাসের সঙ্গে ছোট চার চাকা গাড়ীর সংঘর্ষ মৃত্যু হয়েছে একজনের।আহত ১৫ জন। স্থানীয় সূত্রের জানাগেছে, শুক্রবার দুপুর ১২ নাগাদ আমতা এয়ারপোর্ট রুটের বাস আমতা অভিমুখে যাওয়ার সময় চাখানা মাজারের কাছে উলুবেড়িয়া পি,ডাব্লিউ,ডি অফিসের কর্মী একটি প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন অ্যাসিস্ট্যান্স ইঞ্জিনিয়ারের সঙ্গে। সেই সময় পিছন দিক থেকে আসা এয়ারপোর্ট গামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির পিছনে ধাক্কা মারে। পাশের নয়ানজুলিতে উল্টে যায় ছোট প্রাইভেট কার ও বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় পি ডাব্লিউ ডি অফিসের স্টাফের।
মৃতের নাম শিশু মালিক (৪৬)। বাড়ি আমতা শালপাড়া গ্রামে।স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ২০ জন আহত বাসের যাত্রীদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সমীর সাউ নামে এক বাস যাত্রী অভিযোগ, ১০ পোলের কাছে বাসের চালক নেমে যায়। ওইখান থেকে ওই বাসের হেলপার বাসটিকে দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছিল আমতায়। জেরে প্রায় একঘন্টা আমতা রানিহাটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে আমতা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটিকে আটক করে আমতা থানার পুলিশ চালক পলাতক।