হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাহত যান চলাচল। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ এর আঁচ এই রাজ্যও। নাগরিকত্ব সংশোধনি আইনের প্রতিবাদের আঁচ শহর জুড়েও। আজ হাড়োয়া, নিউটাউন ও জেলার বিভিন্ন জায়গায় সাধারন মানুষকে প্রতিবাদ করতে দেখা যায়। এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারন মানুষ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল নিয়ে রাজপথে নেমেছিলেন। সূত্রের খবর উলুবেড়িয়া, খড়দহ, ও ডাউমন্ড হারবারের বেশ কিছু অংশে আন্দোলনের জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দুরপাল্লার ট্রেন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল উলুবেড়িয়া। এছাড়া বিক্ষোভের আঁচ ছরিয়ে পড়েছে হাওড়ার বিস্তির্ন অঞ্চলে। ইতিমধ্যে অগ্নিগর্ভের চেহারা নিয়েছে হাওড়ার উলুবেড়িয়া অঞ্চল। আজ নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। সূত্রের খবর লালগোলা শাখায় বিপর্জস্ত হয়ে গিয়েছে ট্রেন চলাচল। এছাড়া পশ্চীমি মেদিনিপুরে এর বিস্তির্ন অঞ্চলেও নাগরিকত্ব আইনের প্রতিবাদে সামিল হয়েছেন বহু সাধারন মানুষ। তবে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন বিশিষ্টরা। সকলে শান্তি বজায় রাখুন আবেদন জানিয়েছেন রাজ্যপাল।
হাওড়া-খড়্গপুর শাখায় ব্যাহত যান চলাচল। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ এর আঁচ এই রাজ্যও।
শুক্রবার,১৩/১২/২০১৯
590
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---