এবার বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল মেঘালয়।


শুক্রবার,১৩/১২/২০১৯
514

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

মেঘালয়ঃ দিনভর বিক্ষোভ মিছিলে উত্তাল অসম ত্রিপুরা সহ বিস্তির্ন এলাকা। পরিস্থিতি স্বাভাবিক করতে অসমে ৫ কলাম সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া ত্রিপুরায় ২ কলাম সেনা মোতায়েন করা হয়েছে। গুয়াহাটি এবং ডিব্রুগড়ে ইতোমধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা।এদিকে, বিক্ষোভের আঁচ অসমের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে মেঘালয়েও। বৃহস্পতিবার শিলং জুড়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।সূত্রের খবর এয়ার ইন্ডিয়ার তরফে কলকাতা থেকে ডিব্রুগড়গামী একটি বিমান বাতিল করা হয়েছে। সূত্রের খবর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিলংয়ের কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে এবং এসএমএস এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করার ঘোষণা করেছে।বুধবার রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল, পরে তাতে সম্মতি দেন রাষ্ট্রপতিও, ফলে বৃহস্পতিবার থেকেই সেটি আইনে পরিণত হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট