প্রায় গোটা রাজ্যেই অসমীয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে। সকাল থেকেই রাজধানী দিসপুর, গুয়াহাটি-সহ বঙ্গাইগাঁও, গোলাঘাট, তিনসুকিয়া, ডিব্রুগড় জেলা গুলিতেও পথ অবরোধ শুরু হয়েছে। বেশ কয়েক দিন ধরে বিলের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তর পূর্বাঞ্চলের একাংশ। রাজপথে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অব্যাহত। বুধবার রাজ্যসভায় নাগরিক সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে অসম। গতকালই আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করে সেখানে।
পরিস্থিতি এতই জটিল হয়ে পড়ে যে অসমের ১০টি জেলায় সাময়িক ভাবে বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা।এদিন কার্ফু উপেক্ষা করে রাস্তায় নামে কয়েক হাজার মানুষ।গুয়াহাটি-শিলং সড়কের বিভিন্ন জায়গায় দোকান, বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারী জনতা। স্বাভাবিক ভাবে উত্তাল হয়ে উঠছে অসম , গুয়হাটি সহ ত্রিপুরার বেশ কয়েকটি অঞ্চল। তীব্র বিরোধিতার মাঝেই সোমবার লোকসভায় এবং বুধবার রাজ্যসভায় পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। এর বিরোধিতায় তীব্র অশান্তি চলছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। অগ্নিগর্ভ অসম, ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলি।