বহু প্রতীক্ষিত ছবি ছপক এর ট্রেলার মুক্তি পেল।মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে,। ট্রেলার লঞ্চে গিয়ে নিজের অভিনীত ছবি ‘ছপক’-এর ট্রেলার দেখে অঝোরে কেঁদে ফেললেন দীপিকা । মেঘনা গুলজার পরিচালিত এই ছবি বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ৷তবে ছপাক অ্যাসিড আক্রমণের গল্প। এই ছবিতে এক গুরুত্বপুর্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই বিখ্যাত অভিনেত্রীকে। বিয়ের পর এই ছবিতে প্রথম কাজ করলেন দীপিকা পাডুকোন। সূত্রের খবর অ্যাসিড আক্রমণের শিকার লক্ষ্মী আগরওয়ালের বায়োপিক ‘ছপাক’। মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা।ছবিটির মুক্তির পাবে ১০ জানুয়ারি ২০২০। ট্রেলার লঞ্চে এসে নিজেকে ধরে রাখতে পারলেন না অভিনেত্রী।’ছপক’-এর ট্রেলার দেখে অঝোরে কেঁদে ফেললেন দীপিকা ।
[amazon_link asins=’B07D67XNHW,B07YK2K87C,B06XNRY7S1,B07XLYCJS5,B07Y79JD5P’ template=’ProductCarousel’ store=’hifi078-21′ marketplace=’IN’ link_id=’41631642-efd0-4254-b2f6-5500600342ec’]