ওয়াংখেড়েঃ উড়ে গেল ক্যারিবিয়ানদের যাবতীয় প্রতিরোধ। ২২ গজে রোহিত রাজ দেখল ক্রিকেট প্রেমীরা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে আক্রমনাত্মক মেজাজে দেখা যায় ভারতের দুই ওপেনারকে। রোহিতের ব্যাট থেকে এল আরও একটি অর্ধ শতরান। আজ ছক্কার বৃষ্টি দেখা গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর তাঁর সাথে সমানভাবে সাবলীল মেজাজে দেখা গেল কে এল রাহুলকে। তিনিও একের পর এক ওভার হাঁকিয়ে জানিয়ে দিলেন তিনিও প্রস্তুত লম্বা ইনিংসের জন্য। আজ রোহিতের ব্যাট থেকে এল ৭১ রান। রীতিমত ২২ গজে শাসন চালিয়ে গেলেন হিটম্যান। তিনি ফিরে যেতেই দলকে এগিয়ে নিয়ে যান বিরাট –রাহুল জুটি। এই জুটীতে ভর করে বড় রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এই জুটীর দাপটে ২০০ রানের গন্ডি পেরোয় ভারত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ২৪০ রানে শেষ হয় ভারতের ইনিংস।এছাড়া আজকের ম্যাচে দ্রুত অর্ধ শতরান পুর্ন করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এদিন ২৯ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন বিরাট। তাঁর ইনিংসে সাজানো ছিল সাতটি ছয়, ও চারটি চার। পাহাড় সমান রানের লক্ষ্যেমাত্রা নিয়ে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের হাইভোল্টেজ ম্যাচে ভারতের এই রান প্রতিপক্ষকে যথেষ্ট চাপে রাখবে তা বলার অপেক্ষা রাখে না।
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলিদের ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি দেখা গেল ওয়াংখেড়েতে।
বুধবার,১১/১২/২০১৯
633
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---