বিজেপি হিটলারের মতন কাজ করছে দাবি রাজ‍্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর


বুধবার,১১/১২/২০১৯
906

পশ্চিম বঙ্গ জমায়েত ই উলমা তরফে প্রেস ক্লাবে সিদ্দিকুল্লা কুল্লা চৌধুরী রাজ‍্যে সভাপতি বলেন অমিত শাহ মুসলমান দের বাবা মা নাকি উনি যা বলবেন সেই অনুযায়ী আমাদের চলতে হবে।দেশ স্বাধীন জন্য আমাদের গুরুত্ব আছে।আগামী 13 ডিসেম্বর রাজ‍্য জুড়ে প্রতিবাদের কর্মসূচি করবে।কারন এই নাগরিক ত্ব বিল আমরা মানি না।

অমিত শপথ নিয়েছিলো সংবিধানের নিয়ম করছে না।এইটা খুব অপমানের বিষয়।

ভারতীয় বাসী তার উওর দেবে।অমিত শাহ কি আমাদের অভিভাবক নাকি।বাংলা তে কিছু করলে আমরা দেখবো সেটা ভালো করে জেনে রাখুন।হিন্দু স্থানে মুসলমান হিন্দু ভাইয়ের সঙ্গে ভালো থাকাটা আমাদের ক‍্যালচার।হিটলারের কায়দায় কাজ করছে বিজেপি।আমি তৃনমূলের মন্ত্রী হয়ে কিছু বলছি না।এই সংগঠনের তরফে বলছি।

আগামী 22 ডিসেম্বর রানী রাস মনিতে বিশাল সভার আয়োজন করছি।রাজ‍্য সংখ‍্যা লঘু প্রত‍্যেক থাকবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট