আজ সিরিজের ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত


বুধবার,১১/১২/২০১৯
486

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

মুম্বাইঃ আজ সিরিজের মরন বাঁচন ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। দুই দলের কাছে আজ সিরিজ বাঁচানোর লড়াই। আর কিছু মুহুর্তের অপেক্ষা ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায় শুরু হবে টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচ। মুম্বইয়ের ওয়াংখেড়ে তৈরি বুধবার আজ  ফাইনাল ম্যাচের জন্য। মুম্বাইয়ের বুকে আজ ভারত- ওয়েস্ট ইন্ডিজ মহারন। দুই দলই প্রস্তুত নিজেদের সেরাটা দেওয়ার জন্য। আজ সিরিজ জয়ের হাতছানি রয়েছে দুই দলের সামনে।

 

 

ভারত সফরে এসে দুর্দান্ত ভাবে নিজেদের মেলে ধরে ক্যারিবিয়ানরা।আগের ম্যাচে তাঁদের জয় কিছুটা হলেও আন্তবিশ্বাস যোগাচ্ছে। অন্যদিকে আজ সিরিজ এর শেষ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে চায় কোহলি ব্রিগেড। আগের ম্যাচে ভুল ত্রুটি শুধরে আজ মাঠে নামতে চলেছে ভারতীয় দল। তবে আজ ব্যাটস ম্যানদের পাশাপাশি বোলারদের কাঁধেও বাড়তি দায়িত্ব রয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে দুই দল। অন্যদিকে ক্যারিবিয়ান দলের অধিনায়ক কায়রন পোলার্ড নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।

 

 

কিন্ত আজ রোহিতের ঘরের মাঠে খেলা , আগের দুটি ম্যাচে সেভাবে বড় রান করতে পারেননি টিম ইন্ডিয়ার এই বিগ হিটার। তবে আজ তাঁর দিকে তাকিয়ে রয়েছে বহু ক্রিকেট প্রেমীরা। রোহিতের এক বিধ্বংসী ইনিংস মুহুর্তের মধ্যে বদলে দিতে পারে ম্যাচের রঙ। পাশাপাশি ভারতীয় দলের জয়ের জন্য তরুন ক্রিকেটারদের উপর রয়েছে অনেকখানি দায়িত্ব। আগের ম্যাচে পরাজয়ের পিছনে দলের ফিল্ডিংকে দায়ী করেছিলেন ভারতীয় অধিনায়ক। আজ সেইসব ভুলত্রুটি শুধরে মাঠে নামতে চলেছে কোহলি ব্রিগেড। ২০২০ টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে পরীক্ষা–নিরীক্ষা চালালেও ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য সিরিজ জয়। সেই কথাই শোনা গেছে সহ–অধিনায়ক রোহিত শর্মার মুখে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট