ত্রিপুরায় নামানো হল ২ কলাম সেনা


বুধবার,১১/১২/২০১৯
547

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ সকাল থেকেই বিক্ষোভ প্রদর্শন করে সাধারন মানুষ। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আজও উত্তাল অসম, গুয়াহাটি সহ উত্তর পূর্বের একাধিক অঞ্চল। ধীরে ধীরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পরস্থিতি সামাল দিতে নামানো হয় সেনা। নাগিরকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আজ সকাল থেকেই অগ্নিগর্ভের চেহারা নেয় অসম -গুয়াহাটির বিস্তির্ন অঞ্চল। বিলের প্রতিবাদে গুয়াহাটিতেও পথে নেমে পড়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। প্রতিবাদে সামিল হয়েছেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও অসম ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ বেশির ভাগ কলেজের ছাত্রছাত্রীরা।

পরিস্থিতি সামাল দিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। সিএবির প্রতিবাদে অসম এর রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। এছাড়া প্রতিবাদে সামিল হতে দেখা যায় কলেজ পড়ুয়াদের একাংশের। এই পরিস্থিতিতে অসমে ও ত্রিপুরাতে মোতায়েন করা হতে চলেছে সেনাবাহিনীদের। এছাড়া জন্মু-কাশ্মীর থেকে আধাসেনা পাঠানো হল উত্তর পূর্বে। এছাড়া অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিএসএফ ও সেনাবাহিনীদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট