রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ বিধানসভার আম্বেদকর মূর্তির পাদদেশে


বুধবার,১১/১২/২০১৯
573

এসসি এসটি বিলে স্বাক্ষর না করে আটকে রেখেছেন রাজ্যপাল। এই অভিযোগ তুলে মঙ্গলবার রাজ্য বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তি পাদদেশে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মন্ত্রীরা। বিশ্ব মানবাধিকার দিবসের দিন এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে অনাস্থা জানালেন এরাজ্যের শাসকদলের জনপ্রতিনিধিরা। রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় শাসকদলের এ ধরনের বিক্ষোভের ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের অভিযোগ রাজ্যপাল অকারণে বিভিন্ন বিলে স্বাক্ষর করতে ঢিলেমি করছে। রাজ্য প্রশাসনের কাজ যাতে থমকে যায় সেই উদ্দেশ্য নিয়েই এমন কাজ করা হচ্ছে বলে শাসকদলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে এর আগেই মুখ্যমন্ত্রী সহ শাসক দলের প্রথম সারির সব নেতারাই মুখ খুলেছিলেন। এমনকি রাজ্যে প্যারালাল সরকার চালনার চেষ্টা করছেন রাজ্যপাল এমন অভিযোগও করা হয়েছিল। এবার বিশ্ব মানবাধিকার দিবসের দিন সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন শাসকদলের জনপ্রতিনিধিদের। এমনকি তৃণমূলের অনেক বিধায়ক রাজ্যপালের পদত্যাগের দাবি জানান এদিন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট