মঙ্গলবার ইতিহাস সৃষ্টি হল সুইডেনের স্টকহোম কনসার্ট হলে।


বুধবার,১১/১২/২০১৯
2067

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

স্টকহোমঃঅবশেষে প্রতীক্ষার অবসান হল মঙ্গলবার। ভারতে ঘড়ির কাঁটা যখন দশটা ছুঁই-ছুঁই তখন এল সেই মুহূর্ত। ঘোষণা করা হল অভিজিৎ, এস্থার নাম । বিদেশের মাটিতে বাঙালির উজ্জ্বল উপস্থিতি ইতিহাস সৃষ্টি করল । সবমিলিয়ে এক ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব। স্টকহল্‌মের কনসার্ট হলে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে নোবেল পুরস্কার নিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার দুফলো। এদিন নোবেল মঞ্চে একেবারে বাঙালি সাজে দেখা গেল প্রথম নোবেলজয়ী দম্পতিকে। ধুতি পাঞ্জাবী পরে নোবেল মঞ্চে উপস্থিত হয়েছিলেন বাঙালি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এছাড়া তাঁর স্ত্রীকেও বাঙালি সাজে শাড়ি পরে নোবেল মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেল এইদিন। অর্থনীতিতে এ বারের নোবেল পেলেন  বিজয়ী দম্পতি। কয়েক মাসা আগেই জানা গিয়েছিল অর্থনীতিতে এই বছর নোবেল পুরস্কার লাভ করতে চলেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবার বিদেশের মাটিতে নোবেল পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল তাকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট