মুম্বাইঃ টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রহিত শর্মা মনে করেন টি-২০ বিশ্বকাপ নয়, এখন ক্যারিবিয়ানদের হারানোই তাঁদের প্রথম ও প্রধান লক্ষ্য হওয়া উচিত। এছাড়া মুম্বাইয়ের মাঠে রোহিতের রেকর্ড বরাবর ভালো। ঘরের মাঠে তাঁর ব্যাট একবার জ্বলে উঠলে তাকে থামানো যে খুব কঠিন হয়ে পড়বে তা জানে সফরকারী দল। আগের ম্যাচে ২২ গজে ক্যারিবিয়ানরা রীতিমত ছক্কার বৃষ্টি নামিয়েছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে কেউই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সীমিত ওভারের ক্রিকেটে তারা যে কোন মুহুর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই আভাস মিলেছে আগের ম্যাচে।
আজ রোহিতের ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। আজ এই মাঠেই হবে সিরিজ ফয়সালার লড়াই। আজকের ম্যাচে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের হিটম্যান। তাঁর কাঁধে রয়েছে গুরু দায়িত্ব। এর আগেও ম্যাচের গুরুত্বপুর্ন সময়ে বহুবার জ্বলে উঠেছিল তাঁর ব্যাট। তাঁর বিধংসী ব্যাটিং এর আগেও বহু রেকর্ড ভেঙ্গে দিয়েছে। আজ সিরিজের গুরুত্বপুর্ন ম্যাচে তাঁর উপর প্রত্যাশা রয়েছে অনেকখানি ক্রিকেট প্রেমীদের ।
পাশাপাশি হিটম্যানের ব্যাখ্যা অনুযায়ী টি ২০ বিশ্বকাপ নয় আজ ক্যারিবিয়ানদের পরাজিত করাই তাঁদের অন্যতম লক্ষ্যে”। অন্যদিকে সিরিজ জয়ের ব্যাপারে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ক্যারিবিয়ান বাহিনী। পরপর দুটি ম্যাচে লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছে তাঁদের দলের প্রথম সারির ব্যাটসম্যানরা। শুধু তাই নয় ছয় মারার নিরিখে তারা প্রতিপক্ষের তুলনায় অনেক এগিয়ে।
বড় রানের লক্ষ্যমাত্রা প্রতিপক্ষের সামনে রাখা তাঁদের অন্যতম উদ্দেশ্যে। পাশাপাশি ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তাঁর দল রান তাড়া করতে বেশি স্বাছন্দ্য বোধ করে। ভারতীয় দলের ব্যাটিং যে বেশ গভীরতা রয়েছে একথা থেকে তা খুবই স্পষ্ট। তবে আজ কার দখলে থাকবে এই সিরিজ এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে ক্রিকেটমহলে। টি-২০ সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোই এখন চ্যালেঞ্জ বিরাট ব্রিগেডের কাছে।