দীঘাঃ আজ থেকে সমুদ্র সৈকত শহরে শুরু হচ্ছে বিশ্ব বানিজ্য সন্মেলন। আজ সেখানে উপস্থিত থাকবেন দেশ বিদেশের শিল্পপতিরা। সব মিলিয়ে সৈকত শহর জুড়ে সাজো সাজো রব। এছাড়া বিশ্ব বানিজ্য সন্মেলন উপলক্ষে সমুদ্রের তীরবর্তী শহর দীঘা এলাকার চারিপাশ আটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গত ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এর মতো এ বারেও সহযোগী দেশগুলির সঙ্গে সমঝোতা আরও মজবুত করতে চান মুখ্যমন্ত্রী। আজকের সন্মেলনে দেশীয় বনিকসভা ও দেশ বিদেশের একাধিক শিল্পপতিদের আমন্ত্রন জানানো হয়েছে। দীঘাশ্রী’তে এই বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণকারী ১৫টি দেশের প্রতিনিধিরা সহ প্রায় ১৫০০ জন থাকবেন। আজ দুপুরে এই সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে কনভেনশন সেন্টার।
দীঘায় আজ থেকে শুরু হচ্ছে ‘বেঙ্গল বিজনেস কনক্লেভ’
বুধবার,১১/১২/২০১৯
765
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---