কলকাতাঃ পেঁয়াজের অগ্নিমুল্যের বাজারে মঙ্গলবার থেকেই ৫৯টাকা প্রতি কেজি দরে সুফল বাংলা-র স্টল, রেশন দোকান ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিক্রি শুরু হল পেঁয়াজ। বেশ কয়েকদিন ধরে বাজারে আকাশছোঁয়া পেঁয়াজের দাম। যার জেরে ভোগান্তির শিকার হাজার হাজার মানুষ। তবে এবার কলকাতার ১৯টি সহ রাজ্যের মোট ১৩১টি বাজারের পাশে সুফল বাংলার স্টলে পেঁয়াজ বিক্রি শুরু করল সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে রেশন দোকান থেকেও কিন্তু পেঁয়াজ বিক্রি শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে পেঁয়াজের আকাশছোঁয়া দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। পাইকারী বাজারেও পেঁয়াজের দাম আকাশছোঁয়া। যার ফলে উদ্বিগ্ন হয়ে উঠেছিল সাধারন মানুষ। তবে এবার বিভিন্ন রেশন দোকানে ৫৯টাকা প্রতি কেজি দরে মিলবে পেঁয়াজ। পেঁয়াজের অগ্নিমুল্যের বাজারে রাজ্য সরকারের এই উদ্যেগ সাধারন মানুষকে অনেকটাই স্বস্তি দিয়েছে। শুধু শহর কলকাতা নয় জেলাতেও এই দামে রেশন দোকানে মিলবে পেঁয়াজ।
সুফল বাংলা-র স্টল, রেশন দোকান ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিক্রি শুরু হল পেঁয়াজ।
মঙ্গলবার,১০/১২/২০১৯
709
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---